ঢাকা, রবিবার, ৫ মে, ২০২৪

হার্দিক পান্ডিয়া ফিরলে কে বাদ?

ইনফর্ম ভারতের প্রায় সবাই ভালো পারফরম্যান্স করলেও ভালো রান পাচ্ছেন না ডানহাতি টপঅর্ডার ব্যাটার শ্রেয়াস আয়ার। ইংল্যান্ডের বিপক্ষে গত ম্যাচেও রান পাননি। তার এমন পারফরম্যান্স বলছে, চোট থেকে হার্দিক পান্ডিয়া ফিরলে জায়গা হারাতে হতে পারে।


বিশ্বকাপে আয়ার চার নম্বরে প্রথম পছন্দ ভারতের। তার বিবর্ণ পারফরম্যান্স নিয়ে বিসিসিআইয়ের ভেতরেও আলোচনা চলছে। ভারতের পরের ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে, সেখানে আয়ার রান না পেলে তাকে বাদ দেয়ার পরিকল্পনা করছে টিম ম্যানেজমেন্ট।


রোববার ইংল্যান্ডের বিপক্ষে চাপের মধ্যেও সূর্যকুমার যাদব যেভাবে ব্যাট করেছেন, তাতে খুশি কোচ রাহুল দ্রাবিড় এবং অধিনায়ক রোহিত শর্মা। আসরের বাকি ম্যাচগুলোতে যাদবকে চারে খেলানোর সম্ভাবনা বাড়ছে।বাংলাদেশের বিপক্ষে বল করার পর ফিরতি বলে ফিল্ডিংয়ের সময় গোড়ালিতে চোট পেয়ে বাইরে আছেন দলটির গুরুত্বপূর্ণ অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। ধর্মশালায় নিউজিল্যান্ডের এবং লক্ষ্ণৌতে ইংল্যান্ডের বিপক্ষে খেলতে পারেননি।


সেমিফাইনালে ফেরার সম্ভাবনা রয়েছে পান্ডিয়ার। ন্যাশনাল ক্রিকেট অ্যাসোসিয়েশনের জিমে পুনর্বাসন চালিয়ে যাচ্ছেন তারকা অলরাউন্ডার।

ads

Our Facebook Page